ফুল, তুমি চিরসুন্দর
অপূর্ব চিত্র তব অঙ্কিল চিত্রকর
সুমিষ্ট সুগন্ধ, জীবনধারার অপরূপ ছন্দ
তব সান্নিধ্য লভিবার তরে,
                      জাগে দেহে পুলকিৎ তরঙ্গ।
মনোহরা রূপ তব,
                         খুশিতে নাচে চিত্তমম।


কী কল্যাণকর চিত্রকরের দান
স্বর্গ পায় ধরণীতে স্থান!!
স্নিগ্ধ সুবাসিত মানব প্রাণ
তব ছোঁয়ায় বহে প্রেম অনুক্ষণ।


                         ভালবাসা কাকে বলে----
                         তুমিই তো শিখালে
                         এক ছড়া ফুলডোরে
                        বাঁধি আমি প্রিয়তমে।


মনের ও মন্দিরে
স্মরি তাঁরে নিরন্তরে
দিবানিশি গাহি গান
প্রেমানলে পোঁড়ে জান ----


বর্ণে বর্ণে হিয়া দোলে দোলে
                তোমাকেই লয়ে করতলে
                                  পূজি চিত্রকরে
           প্রেম-মুক্তাধারার নয়ন সলিলে।


( আসরের কবি Subir Sinha Roy এর "ফুল" কবিতায় অনুপ্রাণিত হয়ে লেখা)