ছুটে চলে দু’টি প্রাণ জীবনের আকিঁচনে
রবির কিরণচ্ছটা প্রদীপ্ত, মেঘমুক্ত গগনে।

     মধুবসন্তের প্রনয়ঘন আগমন,
    পুলকিত চিত্তে জাগে নবযৌবন।
    
স্বপ্নের ডানা মেলে উন্মিলিত দু’জনার নয়ন
চেয়ে দেখে একান্তে পরস্পরে কারণে অকারণ।


      নব আষাঢ়ের রিমিঝিমি বরিষণে,
       সিঞ্চিত করে দোঁহে, উচাটন মনে।
      
গোপনে কহে,প্রিয়তমা,প্রিয়তমের কানে কানে
জীবনের অমূল্য রতন সঁপিলাম তোমারই দানে


           নহে এ আমার  অভিমান,
           সুপুরুষের সুযোগ্য সম্মান!!
          
শুনে তায়,প্রেমিক শুধায়, ওহে,প্রিয়তমা,
তোমারি ভালবাসায় বিকি আমি,শুধি দেনা।


         অঙ্গনভরি জাগাবো সুখ শিহরণ
         বদনে তব, মোর এ পহেলা চুম্বন।  
        
শ্যামলপত্ররঞ্জিত সুুগন্ধকুসুমিত বৃক্ষছায়াতলে
আনন্দ সমীরণ বহে দু’টি প্রাণের মিলনসঙ্গমে।