ওরে কলি কালে কালী মেলে
ডাকলে মাকে নয়ন জলে।
একবার মন ডাকনা তাঁরে
বৈতরনী করবে পার হাতটি ধরে
ঘুচবে সকল মনের জ্বালা
মা যে আমার আপন ভোলা—
ছেলের ডাকে না দেবে সাড়া
তা হয় কেমন করে? কেমন করে?
তোরা পাবি মাকে,পুজলে তাঁকে মনঃপ্রাণে
সকল একবার দে না বিসর্জন,মায়ের চরনে।
অনুপম বলে, মা যে আমার সর্বশক্তি মহামায়া
ছেড়ে নিরাকার আসবে কাছে, ধরবে কায়া।
সকল ফেলে,চলনা তবে, মায়ের চরণতলে,
ওরে কলি কালে কালী মেলে,
ডাকলে মাকে নয়ন জলে।