নবীন প্রেম নিত্য নূতন সাজে,
নববধূর প্রণয় ক্ষণ হৃদয়তে বাজে।
অবগুণ্ঠন খোলে আজি রাত্রিবেলা,
বাহির পানে বসে জোনাকির মেলা।
অন্তঃ পুরে প্রেমের লীলা,
                        ছাড়ি সকল লাজে।
                            
ভাঁজের সাথে মিলছে ভাঁজ,
প্রাণের ক্ষুধা মিটবে আজ---
                মন নেই অন্য কোন কাজে।


আজকে নেই কোন লুকোচুরি,
                প্রিয়কে তাই জড়িয়ে ধরি;
                                আপন বাহুতে।
                                
স্বর্গসুখ লুটায়ে পড়ে ধরিত্রীর বুকেতে।
অনাদি কাল হ'তে বহমান গঙ্গাস্রোতে,
ভেসে যায় কোন সে দূরে প্রিয়ের সাথে;
                                অজানার পথে--
                               মিলনমধুর রাতে।


নেই কোন বন্ধন, কম্পিত দেহমন
জাগে শিহরণ,  পুলকের কারণ,
                                   কে করে বারণ?      
                        
প্রিয়র চরণে চরণ রাখে মৌটুসি,
                            আপনে মধু পড়ে খসি;
শ্রাবণ গাঙ বানে ভাসি,
                         দুটি প্রানে ভালবাসা বাসি।