বিধুর রজনীতে,তুমি তো এলে না রে---
বসি আছি একাকী হায়, আমি নিরালায়।
আশার প্রদীপ জ্বলে,আধ আধ আবছায়ায়
তোমারই ভালবাসায়--তোমারই ভালবাসায়।


জীবন রাতে পূর্ণিমার আলো দেখি না রে
শাল বীথিকায় কেবলি বহে উত্তরী বায়
দখিনা সমীরণের হল বিদায়- একি হায়!!
ভাঙে মোর সাধের আলয়, পাগল হাওয়ায়।


আশাতুর মন কেবলই চায়, তোমায় চায়
তোমারই ভালবাসায় --তোমারই ভালবাসায়।
ওহে মোর প্রেয়সী,আজও আমি বসে আছি
তোমার প্রতীক্ষায়,কেবলি তোমারি প্রতীক্ষায়।


বিধুর রজনীতে, তুমি তো এলে না রে ---
আর কেন ডাকনা মোরে ,আমার নামটি ধরে?
সূর্য অস্ত যায়,আধার এল নেমে গোধূলিবেলায়
আজও ভাবি তোমায়,চোখ ভিজে অশ্রুধারায়।