জানি যত অজানারে
পাই খুঁজে অচেনারে
জানা অজানার মাঝে
খুঁজে যাই শুধু তাঁরে
চলি পথ আপন বিস্ময়ে
বিলয় অংগে খেলে লয়ে।


সবুজ রেখায় মেশে নীলে
যেমনে থাকে মণি
                 ফণীর কোলে।
"ছেলে মরে মাকে ছুঁলে"
সব বিতর্কের মিলন ঘটে
দেহসূর্য্যের  বিসর্জন-তটে।
অণু-পরমাণুর সাংগ হয় শেষ
উন্মাদ নাচে, নাচে যে মহেশ!
অন্তঃরীক্ষে বিরাজী ব্যোমকেশ
পূর্ণতার আশে শুন্যতার বেশে—
দেখা তাঁর মেলে না
          জ্ঞানহীন কবিদের দেশে।  
    
(তাইতো) এখনো দেখিনি তাঁরে
কান্না আসে ফিরে ফিরে
         চিড় ধরে প্রেমের শিকড়ে।
কেমনে পাবো তাঁরে
            ভাবি কেবলই নিরন্তরে।
--------------------------------
কবিতায় "সবুজ" বলতে জীবন আর "নীল" মানে বিষ বা মরণ  বোঝান হয়েছে।