একদিন ঝরে যাবে আমার ভালবাসার ফুল
নিজ থেকেই পড়বে খসে,তোমার কানের দুল
না চাইলেও আসবে সেদিন, আসবে না মুকুল
ভেঙে যাবে খরস্রোতে,এই পাহাড়ি নদীর কূল।
হারায়ে যাবে গানের ভাষা, গাইবেনা বুলবুল।
তখন তোমায় আর রাগাবে না, আমার করা ভুল।


তবুও যদি আমার কথা আসে তোমার মনে
বুকের ব্যথা বুকেই রবে,হাতটি দিও বুক'পরে
আমার সোহাগ আসবে ধীরে, তোমার অন্তরে।
মনের মন্দিরে অংকিত চিত্ররে,রেখো যতন করে;
বাচায়ে রেখো তোমার সোহাগে,কুসুম পরাগে
আপন সুরে গেও গান বিহনবেলা,পূরবী গীতে।


ভুলে যাবে সব ব্যথা, আমার স্মৃতি কইবে কথা
ছায়া আমার থাকবে সর্বক্ষণ তোমার পাশে
দেখব তোমায় কাছ থেকে, নিজ মনের হরষে।