সে অ-নে-ক দিন আগের কথা,
তোমার কি মনে আছে,প্রিয়তমা?
মনে না থাকারই কথা, সে তো অনেক পুরাণো;
বস্তা পচা হয়ে গেছে, আজ তাই অর্থহীন!


স্বপ্ন দেখেছিলুম,এঁকে ছিলুম রঙীন ছবি,
দুজনের হাতে হাত রেখে করেছিলুম শপথ;
আজ সেই শপথের মালাখানি ধুলায় গড়াগড়ি;
দুদিকে চলে গেছে দুটিপথ---
মিলবে না আর কোনদিন ;
নির্মম এই সত্যকে নিয়ে বাঁচতে হবে চিরদিন!!


মনে পড়ে প্রিয়তমা?
বৃষ্টিমুখর এক সন্ধ্যারাতে,
তুমি যাচ্ছিলে প্রায় স্নাত হয়ে,
চলছিলে আনমনা---
আমি এসে বল্লুম, " কোথা যাচ্ছ,সুরঞ্জনা?"
বললে তুমি হেসে, ফিরছি টিউশন থেকে,
চলছি বাটীর পথে---
আমার মুখেও হাসি এসেছিল,
তোমার কথা শুনে;
বল্লুম,না ; ওরকম করে বৃষ্টিতে ভিজোনা--
এগিয়ে দিলুম, আমার ছাতা তোমার শির'পরে
ভুলেই গেছিলুম,
বৃষ্টির কণা পড়ছিল গায়ে, থরে থরে,
পাগলী বাদল যেন ঝরছিল অঝোরে!!


হল আমাদের ভালবাসা নিবিড়, ধীরে ধীরে;
যেন ছুঁয়ে গেলাম, একে অপরের দিলে---
স্বপ্ন সুখের আশায়,দেখি নীড় বাঁধার স্বপ্ন;
তোমাদের বাড়িতেও আমার আনাগোনা বেড়ে যায়।


ইতিমধ্যেই কলেজের পড়া শেষ করি,
এক কেরানীর চাকুরী জোটে,
আমার কপালে!
ভেবেছিলুম,তোমার সাথে জীবন কাটাব নির্ভাবনায়
কিন্তু, বামনের  কী চাঁদের আশা করতে হয়!!


হঠাৎ একদিন শুনতে পেলুম
তোমার মামার এক আত্মীয়ের সাথে,
হবে তোমার শাদী---
ব্যারিস্টার ছেলে,
আছে অনেক গাড়ী, সুন্দর সুন্দর বাড়ী,
তুমিও তাই হয়ে গেছো রাজি---


পেলুম তোমার হাতের লেখা চিঠি
তোমার কাকাতো ভাইয়ের কাছ থেকে;
পড়লাম, খুব মন দিয়ে,
তুমি লিখছো, ভুলে যেতে,
বলছো,তুমি ভুল করেছো, আমায় ভালবেসে--
ভাবলুম, তোমার মজা করার স্বভাব,
তাই হয়তো---
জানো, আমি কিছুতেই বিশ্বাস করিনি;
ভেবেছিলুম, অনেক দিন তোমার সংগে দেখা হয়নি,
তাই হয়তো, মজা করে---


ছুটে গেলুম --
এক দৌড়ে, তোমাদের বাড়ীতে;
কিন্তু অবাক, অবাক হলো আমার পৃথিবী!!
বুঝলাম,সত্যিটা কী!!
কী ছলনাই জানো, তোমরা ধনীর দুলালীরা!!
এক নিমিষেই স্বপ্ন মোর হল হারা!!
কঠিন বাস্তব: আমার চোখের সামনে উন্মোচিত হল,


জানো, আমি রাগ করিনি;
একটুকোও রাগ করিনি;
দু:খ পেলেও খুশি হয়েছিলুম,এই ভেবে:
যে তুমি সুখে থাকবে!
তুমি কিচ্ছু ভুল করোনি,
আমি ভুল করেছিলুম,
আশার অধিকারের সীমা অতিক্রম করে--
ভুলে গেছুলুম : গরীবের যে ভালবাসতে নেই;
নিরাশার তরী ভাসে তার জীবন তটে--।