ভালবাসার ঈদ,বুজি না তোরে
যতই ডাকি আমি,যাস্ সরে সরে
                  কালের অন্ধকারে
                নীরবে অজ্ঞাতসারে
                 আমা হতে বহুদূরে--
                  
ধনীর ঘরে আসি্ছ বারে বারে!
মনে জাগে সাধ; দেখবো তোরে
খুঁজি যাই তাই, দিবস রজনী ধরে
                         এ ভাঙা ঘরে---
              
ভালবাসার ঈদ, বুজি না তোরে
     নিস্তেজ, নির্বাক, প্রাণহীন করলি মোরে।
চাই না আমি নূতন পোশাক,
     আলোরমালা নাই বা জ্বলুক ঝাঁক ঝাঁক
চাই দুবেলা দুটি নিরামিষ অন্ন
     আর তো কিছু দাবী নেই মোর এই ভিন্ন।  
                
কেমনে ভালবাসি তোরে,বল্ না মোরে
                           কিছুই তো জুটল না
                         বিফল চাওয়া পাওয়া
                          চাঁদের দেখা হলো না
                                 সাঝের বেলা!!


কে জানে হায়!
এরূপেই সাংগ হবে ভব তরংগের রংগমেলা
আর কতকাল খেলব আমি? এ দু:খের খেলা
প্রশ্ন করি, হে খোদা, দয়াময়;জগতের বিস্ময়
                               আছে কী উপায়?
পোড়া আগুনের জ্বালা, এ জীবন সংকটময়!
গাঁথি শুধু বেদনার মালা, কাঁদে মন যন্ত্রণায়।
তুমি কেন পাঠাও না প্রভু,পরপারের  ভেলা?