মহাবিশ্বে হঠাৎ মহাবিস্ফোরণ
ঊর্ধগগনে ছোটে আগুনের স্ফুলিঙ্গ
কে যায়? কে যায়?
থার্মোডিনামিক্সের পাতায়----


চাক্ষুষ করি আগুনের গোলা
কে যায়?কে যায়? আপন ভোলা
ছুটে চলছে সমবেগে---
তড়িৎচুম্বকীয় বেগে কৃষ্ণবিবরে
চতুর্মাত্রিক সময়ের উৎপত্তির সন্ধানে।


ঋণাত্মক ত্বরণ মাতৃ জঠরে
নিউটনের জন্ম হয়নি তখনো ---


প্রসব বেদনায় কাঁদে
ওঁংমা ওঁংমা বলে চিৎকারে
কে ভাঙায় আমার ঘুম---
অনন্ত শয্যায় শায়িত ছিলাম--


খোঁজ আরো খোঁজ আমায়
শূন্য এন্ট্রপি--ভেঙে চুরচুর
এককণা পড়ে পৃথিবীর বুকে
যা আমি ছুঁড়ে ফেলেছিলাম
ঋণাত্মক ত্বরণ সহযোগে--


যুক্ত হলো নাইট্রোজেন
আমার সম্মতিতে
রূপান্তরিত  এমাইনো এসিডে।
খোঁজ, আরও খোঁজ আমাকে।


( পাঠকদের এখানে বলে রাখি যে,  ইভোলিউশন থিওরি আর সৃষ্টির রহস্যের বিষয়ে আলোকপাত করার চেষ্টা করা হয়েছে
কবিতায়)