ধটিকা তৈরি শামিয়ানা বিছায়ে ঊর্মিকূলে
বাকরুদ্ধ , বসে আছি একাকী নিরালে।
সমুদ্র ফোঁসে যেন, নিয়ে নেবে কোলে।
পরাভবী চেতনাগুলি এক্ষুনি পড়বে ঢলে!


চারিপাশ হা হুতাস, বীতংসের আভাস
স্বল্পক্ষণেই আসে যেন হুতাসনের গ্রাস।
নিষ্ফল ছোটাছুটি,ব্যর্থতায় লেখা প্রয়াস
কে দেবে মুক্তি!অকারণে খুঁজে যাই সুবাস!


ঘুণধরা জীবন চলে কেবলই মরণের টানে
তমিস্রার আভায় ঘেরে আমারে,তপন বিহনে
ইশারায় ডাকে বিভাবরী, সজোরে জাপটে ধরি
চুমি সারা অংগ ভরি, কামুকী  উন্মত্ত যৌবনে।


দেখি দূরে সারমেয়,  নোলা বার করে
লাল তার ঝরে পড়ে  টপটপ করে বাহিরে
দূর দূর নীরদের আভাস না দেখি
নিরর্থক জীবনে আভাষের শুধু গড়াগড়ি!!


বৃষ্টি! বৃষ্টি!আমার জন্য হয়নি তোমার সৃষ্টি
দুচোখে ভেসে ওঠে তাই সর্ষে ফুলের দৃষ্টি।
অদ্ভুত!কিম্ভুতকার! দুরাশার জীবন আমার
ভালবাসার কংকাল গড়ে বিচিত্র কন্ঠহার!