জানালার ফাঁক দিয়ে দেখি,তুলে কৃষ্ণ স্ফটিক
এক ফালি সোনালি রোদ্দুর করে ঝিকমিক
নরম ভিজে ঘাসের ডগায়।

শীতের কুজ্ঝটিকা ঢাকা তমিস্রার রাত
হারায়েছে পথ, সুমেরু পর্বতের চূঁড়ায়,
চলে গেছে অনেক অনেক দূর, নিয়েছে বিদায়

সজীব প্রানবন্ত তরুরাজিসম রবির কিরণচ্ছটায়
ঝিরিঝিরি মলয়ে দোলা খায় নবোন্মেষিত কিশলয়।
অট্টহাসির উতরোল শোনে যেন লোকালয়।


এল আবার বসন্ত ফিরে
ফুলের ডালা ভরে আমাদের দ্বারে দ্বারে
সাজে নিকুঞ্জবন কিংশুক ফুলমালায়
রং লেগেছে কৃষ্ণচূঁড়ায় আর মনের কোণায়
বনবীথি কথা কয় স্বমহিমায়---
পরাগে পরাগে খেলে যায় ভ্রমরায়
সুমিষ্ট তানে কূজনে কূজনে কোয়েল মাতায়।


স্বাধীনতার স্বপ্ন সুখের দিনগুলো আজ
সাজবে প্রভাতবেলায়, গড়বে সুসমাজ
কান পাত:শোন,ওই সংঘবদ্ধ প্রতিবাদী আওয়াজ
অত্যাচারী আর ঘুষখোরদের শিরে পড়বে যে বাজ


ওই শোন হে, কেমনে কাঁদে শাসকের মৃত্যুঘন্টা ধ্বনি
জেগেছে জনতা, আদায় করবে আজ সুদাসলে গুনি।
শহীদের রক্ত না হবে বৃথা, হবেনা গো তার ক্ষয়
যুগে যুগে আগত মানব মাঝে, সেজে মৃত্যুঞ্জয়
হারাবে শাসকের খড়্গ কৃপাণ; জনতার এ দৃঢ় প্রত্যয়।

রচনাকাল @১৫.০৭.২০১৬/রাত ১:১৫
দুবাই@ কপি রাইট সংরক্ষিত।