যাস না রে উড়ে, যাস না জীবন পাখি
শুন্যপানে!
আর কটা দিন থাকবি না কেনরে,  তুই,
আমার সনে!
বাকী আছে কাজ, তারপর ছুটে যাব ঔ
তারার পানে!
বলনা কেমনে বাঁধি তোর পায়ে বেড়ি?
স্বর্ণালংকারে!
করব না বারণ, করব না বারণ তোরে, যাস
খাঁচা ছেড়ে!!
জীবনপ্রদীপ এক দিন যাবেই নিবে ধীরে ধীরে
শেষ প্রহরে!
সাংগ করি ভবখেলা,অসীমপানে ছুটবে ভেলা,
আপন বেগে।
হবে আমার নূতন জন্ম, আসবে  শেষ পরিনয়
কালের স্রোতে।
সিদ্ধার্থের মত চলব ছুটে,ভয় কি আমার রোগ,
জরা-মৃত্যুতে!
চাই না আমি অমরত্ব,শোভাহীন বীরের বীরত্ব
মিলব পরমাত্মাতে!