কেন যে জনম হলনা আমার জবা হয়ে
কুসমিত হয়ে আসতুম মানবের করতলে
পেতুম ঠাঁয় মা ভবতারিণীর রাঙা চরণতলে
ধন্য হয়ে যেতুম আমি এই জীবন কালে।


দেহ সূর্যের উদয় হল,দেখতে দেখতে সন্ধ্যা এল
মনরে এবার মায়ের পূজার প্রদীপ জ্বাল।
আর তো দেরী নয়, সময় যে বয়ে যায়।
পোড়া মন, মনরে আমার সংযম কেন হারায়!!


ভোগ ছাড় মন, কর শুধু ত্যাগের লাগি চিন্তন
সময় যদি হয় অবসান,পাবে না খুঁজে নিরঞ্জন
অনুপম তাই ভেবে কয়,  পূজরে মাকে নত হয়ে
নইলে যে সাধের মানব জনম যাবে নিষ্পলে।