জেগে আছি সারারাত, আঁখিপাতে নেই ঘুম
দীপ নেভা রাত্রির স্বাদ,গতিহীন নিশ্চুপ নিঝুম
সুনির্মল সকালগুলো কালো হাঙরের উদরে
জমাট বাঁধা বুকের ব্যাথা, হজম অগোচরে।


ধীরে ধীরে ক্ষয়ে যায়: জীবন-গতির উচ্ছ্বাস
পড়ে থাকে অগণিত পদদলিত মানব ইতিহাস।
ধূলি ঝড়ে ঢেকে যায়, গড়ে ওঠে বিশালকায়
অবহেলার বল্মীক,রক্তপিপাসু ছোটে চতুর্দিক ।


মুক্তি চায়,মুক্তি চায়,মুক্তি চায়,এ কমল-মৃণ্ময়ী
আছে কী উপায়?কেমনে করবে প্রেম-সঞ্চারী?
জাতভাই ঘাড় মটকায়,ভ্রাতার বুকে মারে ছুরি
তমিস্রার নিশা বুকে নিয়ে  নীরবে কাঁদে শর্বরী।


লজ্জাবরণে নিজকে লুকায় খোলসের ভিতরে
চলছে হেটে পশ্চাদপদে তিমির গহীন অরণ্যে
কোথাও নেই আলোর আভা,হারায় অন্ধকারে
শীর্ণ-জীর্ণ-ক্লান্তক্লিষ্ট আমি, বিনিদ্র নিশি জাগরণে,
শ্মশান কাঠে চিতা,আধ-পোড়ামুখ ভাসে নয়নে।


রচনাকাল : ২৯.০৭.২০১৬@দুবাই