ঢাকার বাগানে ফুটেছিল এক শ্বেত মুকুল
কলকাতার বেলভিউতে ঝরে গেল সেই ফুল।


আদিবাসী আন্দোলনের হে মহতী পথিকৃৎ
আর পাবো না তোমার লেখনী, চাই না মোরা যত।


মহাকালের নির্মম সত্য থামায়ে দিলো জীবন স্পন্দন
ছেড়ে মানব তীর্থভূমি,আত্মা তব করে স্বর্গারোহন।


বঙ্গজননী হারালো যে তাঁর আদরের দুহিতা
বাঙলির জীবন থেকে চলে গেলেন দেবী মহাশ্বেতা।


দু'চোখ ভরে কাঁদে তাই "হাজার চুরাশীর মা"
"অগ্নিগর্ভে" আর জন্মিবেনা "রুদালী"র ব্যথা


"নৈঋতে মেঘ'' জমে আবার,পরাভব 'অরণ্যের
অধিকার''
জনমের লাগি নিল যে বিদায় রক্তঝরা "ব্রেস্ট গিভার"।


"শালগিরার ডাকে" "নীলছবি"র "মুখ" চলে অস্তাচলে
"গনেশ মহিমা" লুকালো মুখ "কৃষ্ণা দ্বাদশী"র কোলে।


"ঘোরানো সিঁড়ি'' উঁকি মেরে খুঁজে "আঁধার মানিক"
"তিতু মীর''র "প্রস্থান পর্ব'' ডুবে গেল "সাম্প্রতিক''।


"উনত্রিশ নম্বর ধারার আসামী'' হবে কি "যাবজ্জীবন''
"শিকার পর্ব"এ "ব্যাধখন্ড"র কেমনে হবে মধুর মিলন।


এ এক প্রশ্ন?অতি বড় প্রশ্ন? খুঁজি যাই সমাধন
সাঁঝের প্রদীপে করি প্রতীক্ষা,পরজন্মের আগমন।


রচনাকাল : ২৯.০৭.২০১৬:: ২০:১৭মি: @দুবাই