মহামায়ার মায়াবী ছলনায় ঘিরে
তিমির রজনী অভেদী ছায়া করে
রাখে মোরে দূরে সারাটি জীবন ধরে
না পাই দেখা তোমার মূরতি অন্তরে।


জীবন্মৃত আমি তোমার দরশন বিহনে।
ডুবন্ত তরী কান্ডারী ভিন্ন চলে কেমনে?
পাষাণতুল্য বেদনাসম দেয় প্রাণ বেড়ী
মদিরাপূর্ণ পেয়ালায় ডাকে বিভাবরী।


আজীবন আমি খুঁজে গেলুম দেহসুখ
সে দোষেই কি তুমি হলে আমার বিমুখ?
জীবন দরিয়ায় চলছি পথ; মৃতের ন্যায়
সব সময় শুধু সংশয়; নেই কোন উপায়!


সুতীব্র "লু"বয়; করে কোমল দেহ বিষময়
সুখ ছাড়ি আমরণ বাঁচি কেবলি দুশ্চিন্তায়।
হাওয়ায় হাওয়ায় লেলিহান অগ্নিতেজ ধায়
জ্বলে পুড়ে ছারখার,  শ্মশানের হাহাকার।


ষড়রিপুর বাড় বাড়ন্ত, দীন নাশে রতিকান্ত
লক্ষ্য করে মোরে,কামপঞ্চবাণ চলে অগণিত।
কামনার অক্টোপাস, বানায় জীবন ফাঁস
ঘিরেছে রাহুর গ্রাস,হারাবো যেন শ্বাস!!


রচনাকাল : ২৯.০৭.২০১৬:: ২৩:২০ মি: @দুবাই