ঘনঘোর শ্রাবণ বরিষণ, সারাদিন রিমিঝিমি
গৃহকোণে বসে আছি --শুধু আমি আর তুমি
উচাটন পাগল মন, ছুটে চলে বাহির দরশন
ডাকে আমায় তোমার প্রণয়িনী দু'টি নয়ন।


তোমার পরশে হবে আজি সার্থক এ জীবন!
অনেক জমানো কথা,নিরিবিলি শুনবো এখন
ভেসে যাবো দোঁহে,বরষার ঢেউখেলানো জলে
ধরে বাহু পরস্পরে,দুলবো পদ্মপাতার কোলে।


শীতল মেঘ নিসৃত বারিধারায় একান্ত অনুভবী
কামরাঙা আলপনায় এঁকে যাই শুধু প্রেমছবি।
রতিপ্রিয় রতিকান্ত অতি সদয়; তরঙ্গিত হৃদয়
ভালবাসার আগুনে!কুসমিত মিষ্টবাস কাননে।


উল্লসিত হিয়া দোলে,দগ্ধ তৃষালু তনু প্রেমানলে
শীতল বুক জুড়ে আসবে ভালবাসার উষ্ণতা
ডুবে যাবো বানের জলে,ঘুচবে আজ বিষণ্ণতা।
কেটে গেছে ছায়া, আলোরকণা ভরায় সবিতা।


কথা কয় কানে কানে ভালবাসা সন্ধানী দুই মন
খুশির হাসি হাসবে আমাদের আনন্দ নিকেতন
বন্ধন হারা হবো আমি তোমার বাহুর বন্ধনে।
নব রসের করবো সৃজন, এই জীবন অঙ্গনে।।


রচনাকাল @১২.০৮.২০১৬#দুবাই @কপিরাইট সংরক্ষিত।