তপ্ত বালুকণার বুকে ফোঁটাফোঁটা বৃষ্টির জল
ছলাৎ শব্দে ভরে যায় আশপাশ, পরিমণ্ডল
       তেমনি তোমার স্পর্শে অন্তর জাগায়
              এক শুভকর কামনার ফসল
                  তৃ্প্তি মেটাবার  আশায়।


হিমালয়-নাভিকমল হতে মুক্তিপ্রাপ্ত জলধারা
দুর্নিবার গতিতে ছুটে চলছে সাগরে, বাঁধনহারা
         পরিপূর্ণ আনন্দের সন্ধানে উন্মাদনা
                ভয়-শূন্য মনের রঙিন কল্পনা
                  প্রেম-প্রণয়ের  আনাগোনা--
                      
তোমার কোমল ঠোঁট দুটো আজ করবে না মানা
নিশি হবে না শেষ, সূর্য দেবে না আচমকা হানা
           দু'জনের সম্মতিতেই নামবে বৃষ্টি
             জন্ম নেবে নবরস,অতি মিষ্টি
                ভিজিয়ে দেবে দু'জনায়--


বিদারিত হবে জীবন মাঝে বিরাজী কুহেলিকা
নিশিপদ্মের সুঘ্রাণ বিস্মৃত করবে সময়-ঘটিকা
        অফুরান রজনী প্রহরে হারায়ে যাবো
            খুঁজবো অনাবৃত শরীরের ভাঁজে,
                আপনাকে তোমার মাঝে।