কী যে কথা ছিল বলার, বলা হলো না
অনেক কিছু ছিল চাওয়ার,চাওয়া হলো না
কত কিছু পাওয়ার ছিল, থেকে গেলো অপ্রাপ্ত
সব কিছু দেওয়ার ছিল,  রয়ে গেলো অসমাপ্ত।
আরও কিছু করার ছিল, হলো না আর করা
ধরতে চেয়েছিলুম স্বর্ণ-মৃগ,পড়ল না ধরা!


সময়ের আবর্তে চলতে চলতে সময় চলে এল
নিরন্তর দেখার সাধ ছিল, দেখা যে হলো না।
তাই বলে দু:খী মনে যাব চলে ,তুমি ভেবো না।
না-পাওয়ার সন্ধান-সুখ,শুষে নিয়েছে সব
দু:খ।
আমার বিশ্বাস,একদিন আমি দেখবই সেই মুখ!
দাঁত চেপে হেসো না তোমরা, করনা বিদ্রুপ।
সবাই সেই অংশমাত্র,সবখানেই মেলে চতুর্মুখ।


রচনাকাল @২৫.০৮.২০১৬, দুবাই।
কপিরাইট সংরক্ষিত।