দেশ আমার,মাটি আমার, জননী আমার
কেন তবে আমায় নিতে হল বেশ সর্বহারার?
প্রশ্ন? ছিল অনেকদিনের? উত্তর কভু পাই নি,
বহমান গঙ্গার স্রোতজলে হৃদয় তো জুড়ায় নি।


চলমান নদীর বক্ষে জল গড়ায়েছে অনেক
পিদিমের সলতের মতো জ্বলে গেছে আবেগ
কালো কালো ধোঁয়া গিলেছে সমাজের চারপাশ
প্রজননরত স্পাইডারের নাভিজাত ভাইরাস
ছলছে ছুটে বিদ্যুৎ বেগে কামনার অভিলাষে
লক্ষ্য একটাই মানবতাকে নিতে হবে নিজ গ্রাসে!


বাস্তবের অক্টোপাসের লালায় মনুষ্যত্বের বলি
সূর্যালোক এখনও ছুঁতে পারেনি অন্ধকার গলি
চিৎকার আর শীৎকারের আর্তনাদে  মৃতপ্রায়
ধর্মেরষাঁড়গুলো উঁচুু শিঙ নেড়ে সবেগে ধায়।


স্বাধীনতা দিবস আজ সত্তর ছুঁই ছুঁই,তবু কেন?
দুশ্চিন্তায় ঘুম নেই চোখে,কাটে দিবারাত্র নিরন্ন?
নিজদেশেই আজ নেমেছে পরাধীনাতার ছায়া,
রক্তচোষা জোঁক চুষছে রক্ত,নেইতো কোন মায়া।


মানুষে মানুষে বিভাজন,দুমদুম শব্দ,রক্তক্ষরণ
অন্যায় অবিচারে ছয়লাপ দেশ, বাড়ছে ধর্ষণ।
চোরেচোরে নয়, পুলিশ-চোরে মাসতুতো ভাই
বিনা তছরুপে কোন কার্য হবার যে জো নাই!!


এই কী ছিল স্বপ্ন?স্বপ্ন ছিল শাহাদাত বরণের?
নিয়েছিল বুলেট বুক পেতে,সয়ে ছিল জ্বালা মরণের?
কী দেবে জবাব তোমরা?বল,কত চামড়া পুরু?
নীরব নির্বিকার কেন? হোক তবে সবাক প্রতিরোধ শুরু?


রচনাকাল :২৯.০৮.২০১৬@ দুবাই।
কপিরাইট সংরক্ষিত।