সুরঞ্জনা, আর কেন ডাক না, ডাক না আমায়
উজাড় করে দাও না তোমায়,প্রণয় ভালবাসায়
ভুলায়ে কেন দাও না মনের সকল অনুতাপ
বিরহী হৃদয় সুর যে হারায়, হারায় যে দেহতাপ।


হিয়া জুড়ে শোক ছায়া,মনেতে তোমারই কায়া
নিভে গেছে জীবন প্রদীপ,ঘিরেছে তিমির মায়া
রবির আলোর মেলে না দেখা,কাটে না সময় একা
এসো এসো এসো হে কাছে, এসো হে বিদ্যুৎলতা
নিবিড় গহীন অরণ্য মাঝে আমি আজ বড়ই একা।


সুরঞ্জনা, হয়ো না নিঠুর, করো না আর ছলনা
তোমারি আশায় সাজাই তরী,তোমাতেই নিমগ্না
ধুলোয় ঢেকে গেছে তানপুরা, গাহে না গান ছিন্নবীণা
সুরঞ্জনা, তোমার ঠোঁটে  নামটি ধরে, ডাক না আমায়
তোমার প্রেমেই হয়ে উঠুক জীবন আরবার মধুময়।


রচনাকাল : ০২.০৯.২০১৬@দুবাই।
কপিরাইট সংরক্ষিত।