বারতা দিতে আগত ভুবন মাঝে
                    কুলশুন্য আমিই এ যুগের সঞ্জয়।
কলির কুরুক্ষেত্র যুদ্ধ যাবে থেমে
                   ধ্বনিত হবে বিশ্বে ধরমের বিজয়।
করো তোমাদের কর্ম নির্ভয়-নির্দ্বিধায়
                   সাজাও দেশ-জননী শ্যামলিমায়।


আলোকধারা লুকায়িত মেঘের আড়ালে
                  ধরি-ছুঁঁই লুকোচুরি খেলা অঙ্গতলে
মনের বাতায়নের কপাট রেখো গো খুলে
                  কবোষ্ণ হাওয়া ছুঁয়ে যাবে কোলে!
ভুলায়ে দেবে পোড়া মনের সকল বিষাদ
                  ধনঞ্জয়ের গাণ্ডীব করবে নিরাপদ।
                  
সুনিশ্চিত হবে অনাদি-সত্য-সততার জয়
                 ঈশ্বর এক, নেই কোন বর্ণ পরিচয়।
জন্মছায়া ভুলে তাই, কর্ম-ছত্র ধরো
               বর্ণপ্রথা নীরদতলে,জীবসেবা করো।
                              
অযথা চিন্তা তোমাদের কী কারণে
                  নিষ্কাম ভক্তিমার্গ রাখিও স্মরণে।
দয়াময়  প্রভু সেই, পূজ তাঁর জাগরণে
                   মিলবে ঠাঁয় সুন্দর কমলচরণে।।


রচনাকাল : ০২.০৯.২০১৬@ দুবাই।
কপিরাইট সংরক্ষিত।