ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও
              দাওনা আমায় সুরঞ্জনা
নূতন করে দিয়েছে হানা,ভালবাসার আনাগোনা
              করনা তুমি আমায় মানা,
                         সুরঞ্জনা।
                        
কলঙ্কিত জীবন আঁধার কাটিয়ে দাও ,দাওনা
             রঙিন আলোর দীপ্ত মুর্ছনা।
ভিজিয়ে দাও,ভিজিয়ে দাও শ্রাবণ-বারিধারায়
             কাটাব সময় নাগর দোলায়।
            
হারায়ে যেতে চাই যে আজি তোমারই কোলে
           ভেসে যাব ফাগুনের প্রেমজলে
নূতন করে বাঁধব সুখের সংসার শান্তিলতায়
           স্নাত হব আরবার নবীন বরষায়।
প্রেমনুড়ি খুঁজব আমি খরস্রোতা প্রণয় গঙ্গায়
           দাওনা সাড়া আমার ভালবাসায়।
            
হুতাসনের এ আগুন জ্বালার হবে যে সমাপ্তি
          বাতাসে বাতাসে ছড়াবে সুপ্রীতি।
তোমার কাছে এই প্রণতি,রাখগো মোর মিনতি
          মুক্তকন্ঠে গাওনা সুর প্রভাতী।
সুর-লহমায় মুখরিত হোক শেষ বিকালের দিনগুলি
       মোনালিসা চিত্র আঁকুক জীবন-তুলি!


রচনাকাল:০৫.০৯.২০১৬@দুবাই।
কপিরাইট সংরক্ষিত।