পাগল মন,  হে আমার মন পাগল
কী যে পেলি তুই, আমায় তুই বল
কী পেলি ব্যাগার খেটে সন্ধ্যা সকাল
বলরে তুই আমায় বল,কী যে পেলি বল?


না বুঝে ব্রহ্মজ্ঞান,কেমনে করবি ধ্যান
বৃথাই হবে জল সেচন,পাবি ফলহীন বাগান
সারা জীবন ত্বরা করে,উড়ে যাস ফুরৎ করে
দেখা তোর হল না রে,বিফল হলি ঘুরে ঘুরে


ব্রহ্মজ্ঞান অতি বিরল,বঙ্কিম নয় খুবই সরল!
এক পাত্রে থাকে না কভু অমৃত আর গরল!!
পুতুল ভেবে করে পূজা,কেমনে হবে তাঁর খোঁজা
ভিতর বাহির না হলে সাদা,যায় না তাঁকে বোঝা।


না থাকলে তাঁয় ভরসা, কেমনে হবে ভালবাসা
ভক্তিবিহীন মূর্তি সেবে,তাঁকে পাবার এ কী দুরাশা?