নদী, তুমি আমার সাথে বলবে কি কথা?
বলবে? কী করে পেলে তুমি এ বহমানতা
কেমনে সৃষ্টি তোমার?কে তোমার মাতাপিতা
চলছ তুমি একা একা,পেলে কী কোন মিতা?


দুকূলে সবুজ সমারোহ,ছেয়ে আছে হরিৎপাতা
মধ্যিখানে তুমি চলছে বয়ে নিরন্তর খরস্রোতা
কতযুগের হল শেষ, এনে দিলে কত সন্দেশ
দিলে পাড়ি কত দেশ,পাল্টাল কত রাজা বিশেষ
তোমারই জলে ভিজালে কত রমণীর সুকেশ!


স্নাত তব বক্ষ:তলে অগণিত গুণী মহাজনের দেহ
চলে গেছে কত সময়, হিসাব কী রেখেছে কেহ?
কাল বদলের কালে এসেছে কত ঝড় তুফান
চাঁদিমার সাথে এখনো কী হয় মান অভিমান!


তোমার জল সিঞ্চনে ফলছে কত না  ফসল
দুই তীরে তোমার গড়ে উঠেছে কত স্বর্ণমহল
তোমারি বুকের ঢেউ,কাঁপায়েছে কত তরণীর গা
ক্লান্ত পাখিরা করছে জলপান,ভিজায়েছে পা
গ্রাম্যবধূরা নিয়ে গেছে জল,প্রক্ষালিত পায়ের মল
অক্লান্ত তুমি,সরবে গেয়েছো সুমধুর কলকল।


কোন অনাদি কালে জন্ম তোমার, মানবের কল্যাণে
ভুজাঙ্গিক পথে চলছে তুমি, কোন মহাঋষির ধ্যানে
কী চুম্বকীয় আকর্ষণে নিয়ে যাচ্ছে তোমায় সাগর পানে,
অব্দিজাত লক্ষ্মীর মণি-মাণিক্য কেমনে টানে!


নদী বলে,শুন হে মানবসন্তান: সকলি তাঁর দান
যেমতি উঠে চন্দ্রসূর্য, বায়ু বয়, ফুল্ললিত বাগান
ঘুরছে নিরন্তর পৃথিবী আপন কক্ষের পথে পথে
সেই তো দিয়েছে চলার শক্তি, তাঁরই দুই হাতে
না বুঝে তত্ত্বকথা অজ্ঞানী বিজ্ঞানী*কহে মোরে নির্জীব
নিয়ম নীতি, সূত্রধরের মালিক সেই প্রণব সদাশিব।


রঙিন স্ফটিকে দেখলে,পৃথিবীকে রঙিন মনে হয়
ভৌতিকতার চক্ষে তাই সৃষ্টি রহস্য বড় বিস্ময়!
নিত্য নূতন নিয়মের সন্ধানে, বিজ্ঞানী ভুলে সংবিধান
সূত্রকার ভুলে গিয়ে তারা, নিজকেই করে মহান!
আপন গৌরব রচিতে তাই আপনারে করে অপমান!


* পাঠকদের এখানে বলি রাখি,  এখানে বিজ্ঞানী বলতে ইংরেজি শব্দ Scientist বোঝানো হয়েছে, বাংলা শব্দ 'বিজ্ঞান' প্রকৃত রূপে Sciencece এর সমার্থক নয়, খুব সহজভাবে বললে 'বিজ্ঞান' বলতে বিশেষ জ্ঞান বুঝায় যা কিনা ব্রহ্মজ্ঞান জানার সহায়ক। Science শব্দের সঠিক প্রতিরূপ বাংলাতে নেই।


রচনাকাল: ০৬.০৯.২০১৬ @ দুবাই।
কপিরাইট সংরক্ষিত।