ঘুমন্ত পৃথিবীর 'মানুষ'
জেগে জেগে ঘুমিয়ে আছে কুয়াশার চাদরে
বিদগ্ধ মৃন্ময়ী বসুন্ধরার জঠরে
সর্পরা খেলা করে গোচরে অগোচরে।


স্বার্থান্বেষীর প্রত্যাশার পারদ চলে উর্ধ্বগগনে
সীমানাহীন অভিযানে---
আম-জনতার মস্তিষ্কের কোষগুলি নিরবধি
ধৌত হতে থাকে অসত্য ভাষণে,
          মিথ্যাচারণে!


অগণিত অপরিমেয় অসহ্য অত্যাচার
হাড় ভেঙে দিচ্ছে আপামর জনতার;
সম্মুখে দণ্ডায়িত মেরুদণ্ডহীন নির্জীব  
          মাংসপিণ্ড
        দেহ খণ্ড খণ্ড!
বিদীর্ণ ধরিত্রীর হৃৎপিণ্ড!


চোখের সামনে এল চলে কী কালো-দুর্দিন
বিশ্বাসশূন্য  মানব সমাজ, বন্ধুত্ববিহীন
দিবস রজনী শঠতার খেলা চলে
ক্রীড়ারত নেউলে নাগিনীর কোলে!


         অবিশ্বাস্য!
অবিশ্বাস্য মনে হয় নিজের অস্তিত্ব!
নেমেছে আঁধার, সূর্যালোক হয়েছে গত;
পথ হারায়ে পৃথ্বীই কক্ষচ্যুত!
হারায়েছে চলার শক্তি, ধরণী বড় ক্লান্ত!


রচনাককাল :১০.০৯.২০১৬@ দুবাই।
কপিরাইট সংরক্ষিত।