সকলহারা দু:খের মাঝে তুমিই কেবল সম্বল
শীতলকালো দীঘিজলে ব্যাথাহারা নীলোৎপল
কষ্ট আমার যাবে গো সয়ে, স্বপ্ন দেখি তোমায় নিয়ে
ললিতকলায় ভাসিয়ে দিয়ে, চলে তরী ঢেউয়ে ঢেউয়ে।


           আমার তুমি নূতন পাওয়া
           চাওয়ার মাঝে তোমায় চাওয়া
           হারিয়ে পাওয়া সুখের স্বপন
           বাঁচার প্রেরণা জীবনস্পন্দন।


রঙিন আলোর ঝর্ণাধারায়, মানসপটে তোমায় মানায়
রূপের রানী লাগে তোমায়,দোলনচাঁপা দিলে খোঁপায়
গুড়কেশের বিমুগ্ধতায় মধুপ যেমনি ছুটে বেড়ায়
তেমনি আমি ছুটছি শুধু, তোমার প্রেমের বিহ্বলতায়।


               আকুল আমার ধমনী সকল
               তোমার বিরহে হারাই কেবল
               তোমার প্রেমেই  ফোটে শতদল
               তোমায় বিনা কাটেনা এক পল!


রচনাকাল :১১.০৯.২০১৬@দুবাই।
কপিরাইট সংরক্ষিত।