দেহ তনু পুষ্পকণা
     বিস্তৃণ পটভূমি অবারিত সোনা
         মুঠি মুঠি নিয়েছে গায়ে
             মুক্তি তার বিসর্জনে!
            
কী দৈন্য কী বা রাজার বেশ
     শেষকালে হবে শেষ!
হাসি কান্না দু:খ সুখের দোলনায়
মিলনের তিথি লেখা আছে শূন্যতায়---
        পূর্ণ হবার আশায়!!


"আপন" বলে যাদের চিনলাম রে
              যাবে তারা সরে সরে
                      দূরে বহুদূরে--
কেমনে যাবে তারা অচিনপুরে!!


নি:সঙ্গ যাত্রী আমি,
                চলব সঙ্গীবিহনে,
                     অচেনারে আপন করে!
                    
মহাকালের অন্তরালে
                         দেহসূর্য পড়বে ঢলে!
যার ছেলে যাবে তাঁর কোলে,
               কীসের ক্রন্দন মিলনকালে!!


        ভ্রমণ লাগি পাখি যায় উড়ে
                       সাগর তীরে
          সন্ধ্যাকালে আসে ফিরে নীড়ে
           তেমনি করে যাব আপন ঘরে
                          চিরতরে।
      
     বসে এই বিজন দিনে
          বিভোর আমি মুক্তির গানে!
                     চলি পথ আত্ম-সন্ধানে--
                             করব বরণ বিসর্জনে,
              স্মরিব তাঁরে আপন মন-চিন্তনে।
              
রচনাকাল:১২.০৯.২০১৬@দুবাই।
কপিরাইট সংরক্ষিত।