গোলক ধাঁধার রাস্তা সবটাই
   চলছি তবু হামাগুড়ি দিয়ে
       থামবার জো নাই!


বসে পড়লাম চলন্ত ট্রেনে
   টিকিট ছাড়াই; কী বলব?
পরীক্ষক এলে? ধুর ছাই!


পরীক্ষক কী ছাড়ার পাত্র?
   টিকিট তাঁর চাই-ই-চাই;
   দিনান্ত এসে গেল---
   এখনো টিকিট পাই নাই!


কী আজব দেশরে, বাবা! ?
মেলে না টিকিট টাকায়!
ধুলিপথে গড়াগড়ি খায়---
কুড়িয়ে নিতে হয়, নিতে হয়!
পাথেয়! চলন্ত চলনশীল রাস্তায়!


রচনাকাল : ১৩.০৯.২০১৬ রাত ০৯.৫১ মি:, দুবাই। কপিরাইট সংরক্ষিত।