কোথায় যে মন হারিয়ে যায়         আনমনে
                        মনোহরের  সন্ধানে!
লুপ্ত করি আপনারে,   চলছে সে যে কোনখানে
                      গহীন মায়ার অরণ্যে!!
                
কোমল পেলব মনশাখায়,
                            সুরের আলোর ঝর্ণাধারায়
                            
আপন মনে              কে গাহিয়া যায় লো সখী,
                  কে গাহিয়া যায়?!
                  
সুরের বীণা ওঠে বেজে  
                               আবার কেন যায় হারিয়ে
             গোলক ধাঁধার মায়াবী ছলনায়!
কে গাহিয়া যায় লো সখী    কে গাহিয়া যায়?!


পরশ ওই লাগলো মনে,
                                   খেলা তবু মেঘের সনে
সুরের ভেলা যায় ভেসে যায়      আকাশগঙ্গায়


হারিয়ে যাওয়া মনোহরা
                              খুঁজবো আমি কোনখানে?
নিজ দোষে হই যে হারা     মেলেনা ওই সুখের তারা  
                      কাঁদে মন এই বিজনে!
কোথায় যে মন হারিয়ে যায়            আনমনে!!


রচনাকাল :১২.০৯.২০১৬@১৮:৩৫ মি:, দুবাই। কপিরাইট সংরক্ষিত।