এসো, এসো, বন্ধু সকল,এসো আপনজন
শারদ-পুণ্যতিথিতে কায়মনে করব মায়ের বোধন
এসেছে পূজার সময়, করব মোরা মাতৃ চরণবন্দন
পাপহন্তা দয়াময়ী মা পূর্ণডালা করবে বিতরণ!


ভুলে মনস্তাপ,ভালবাসার বীজ করব  রোপন
পুষ্পাঞ্জলির সাথে তথায় পবিত্র  বারিদ বরষণ!
ফল্গুনদীর সুধাধারা ভুবন মাঝে করবে বিচরণ
কাঁদাও,কাঁদাও প্রেমধারায়;কাঁদাও সবার দু'নয়ন!


এসো মোরা মাতি মানব সেবার মহোৎসবে,
ভাইয়ে ভাইয়ে যুদ্ধ কেন? কী লাভ হিংসা বিভেদে?
জগৎমাতা আসবে পুণ্যক্ষণে, আমাদের দুর্গতি হরণে
এসো সবে, করব মাকে বরণ পুষ্পক তোরণে।


মহালয়ার শঙ্খধ্বনি যায় যে শোনা অবারিত গগনে
মহিষাসুরমর্দিনী ত্রিভুবন জননীর আগমনী সুর বাজে কানে
আর তবে দেরী কেন? উৎসব জাগুক চিন্তা ও মননে
শান্তিসুখের বার্তা চিরবহমান হউক মানব জীবনে
দু:খ-ক্ষোভ, অনহার জ্বালা নির্বাপিত হবে এ মাহেন্দ্রক্ষণে।


রচনাকাল :০৯.০৯.২০১৬ রাত ০০:৪০ মি:@দুবাই।
কপিরাইট সংরক্ষিত।