আমি কী পেয়েছি তাঁরে, যাঁরে--
       যাঁরে খুঁজেছি আমরণ,
                      আমার মন, হে আমার মন!


রঙীনো সুতার জালে, বাঁধিনু যারে
                  মোহের খেলাঘরে
               ভাঙে বারে বারে, এ সুস্বপন!
                    বলো মন, কী সেই কারণ?


মায়ার চীর, লালসার প্রলেপন
      দিনে দিনে ঘিরিল মোরে  
              অভেদ্য আস্তরণ
          বল মন, কেমনে করিব নিবারণ?


সুখের সন্ধানে চলিতে চলিতে পথে
           হারালাম শান্তিলতা!
     কলঙ্কিনী চাঁদেরকণায় হইল জীবনগাঁথা!
        কেন তবে এই নিঠুর পণ! বল মন---


রচনাকাল :২৩.০৯.২০১৬@ ১৬:২৮মি:, দুবাই। কপিরাইট সংরক্ষিত।