পঙ্কিল দীঘল হ্রদে জন্মে কোকনদ
হয়ে প্রতীক শুভ্রার। বিচিত্র বাহার;
পত্রতলে বদ্ধ হীরে; লুকায় নীহার।
মধুকর আকর্ষণে  সহাস্য কুমুদ
উজাড়িল রসভান্ড,খুলি মণিহার।
প্রণয়  বরণমালা দিল উপহার।
ছিল তথা গুপ্তধন, অর্পিল সম্পদ
প্রেম-লীলার সম্মানে। উন্মিলিত দ্বার।


সেইমতি মনপঙ্কে  জন্মিলে পঙ্কজ
শ্যামে করিব অর্পণ, পূজিব চরণ।
সুধাধারার সৃজন হইবে যখন
স্ব-নিক্তির পরিমাপে। দাঁড়িপাল্লা,গজ
হইবে না দিকভ্রান্ত। রহিবে নিশ্চিন্ত;
চিন্তনে দেখিব  তথা অসীম অনন্ত।


রচনাকাল : ২৩.০৯.২০১৬@ রাত ০১:৩৮ মি:, দুবাই।  কপিরাইট সংরক্ষিত।