কেমন আছ?কেমন আছ?কেমন আছ, সুরঞ্জনা?
জানতে তোমার ইচ্ছে করে,আমি কেমন? তোমায় বিনা!
তুমি ছিলে জীবন সাথী, অবুঝ মনের নয়নবাতি;
আজকে যেন ঢেউয়ের কোলে, হারিয়ে গেছে অনেক স্মৃতি।


ভালবাসা শুকনোলতা,  মনের ভিতর কোরা পাতা,
তবুও আমি আঁকড়ে আছি তোমার বোনা নক্সী কাঁথা।
তোমার দেওয়া প্রেমের পরশ, এখনো আমায় করে বিবশ,
দেখি তোমায় মানস পটে,হাটছি যেন বালুর তটে;
একা একা গহীন রাতে, প্রণয় ছায়া আর না জোটে,
বাঁধন ভাঙা পোড়া ললাটে, কীসের লাগি যাই যে ছুটে---
আমি জানি না, ভালবাসার অশ্রুকণা;আমার সুরঞ্জনা।


প্রেমের দোলা কাঁপায় শিরা, তুমি ছিলে মনোহরা;
তোমায় ছাড়া সর্বহারা, নয়ন পাতে সলিলধারা
ভাসায় আমার চিবুকখানি, হে আমার হৃদয় মণি,
কেউতো আজি শুনায় না গো-- ভালবাসার বানী!
যে দিন তুমি চলে গেলে, তোমার সাথে কেন না নিলে?
বিধুর প্রেমের বেদনা গাঁথা-- লিখে গেলে আমার ভালে।
তোমার দেওয়া বরণমালা হারিয়ে গেল অথৈ জলে!


রচনাকাল : ১৫.০৯.২০১৬ @০৩:৫০ মি:,দুবাই
কপিরাইট সংরক্ষিত।