যুগে যুগে তরবারি আপনাকে রাঙা
করি,আনিয়াছো কত রক্ত স্রোতধারা
পিচঢালা কালো পথ হল দিশেহারা
বারে বারে ধরনীতে। পদ হল নাঙা।
শ্বাপদ শকুন দল, করে কোলাহল
দিবস রজনী ভরি; লজ্জিত শর্বরী!
মুখ ঢাকে ঘোমটায়, আহা মরি মরি!
আপনি লুটিয়ে পড়ি, তমিস্রার ঢল।


কান্নার জলে ডুবা'লে মোরে, অগণিত
বারে; তাই বলি: আর নয় --জলময়।
ত্যাজ তব অভিশাপ, দেহ করো ধৌত
বিবেক করো জাগ্রত; নয়নধারায়।
জীবনের মলিনতা হয়ে যাক স্নাত
জাহ্নবীর  জলে; চল অন্তিম শয্যায়।


রচনাকাল: ২৪.০৯.২০১৬@ দুবাই।
কপিরাইট সংরক্ষিত।