সুবিশাল গগনমণ্ডল,দীপ্তময়
তারকারাজি। শোভিছে আপন রশ্মিতে
রূপঙ্কর সাজি। স্বপ্নালোক সচিত্রতে
উদ্ভাসিত  স্বপ্রভায়, ভুবন ডাঙায়।
ভুবনজয়ী মোহন বাঁশি গাহে গীতি;
পীরিতির ভাবনায়, ছাড়ি তুচ্ছ রীতি
সপ্ত সুরধারায়---। নিবিড় বন্দনায়
আপনি ধরা দেয় সাগর মোহনায়!


যেইবা সেই আলোক মালার ঝরণা
আগত দেহ মাঝে, সাজে সে-ই গো সাজে
নববধূর সাজে; ছাড়ি সকল লাজে,
সেইবা ক্ষণে মন খুঁজে পায় আপনা!
চিত্ত তখন ভয়শূন্য, মত্ত  সুকাজে;
হিয়ার বীণায় মনোহরা সুর বাজে!


রচনাকাল :০৩.১০.২০১৬, রাত ১২:০৭মি:@ হাসি মাসুদ ক্যাম্প,  আলজেরিয়া।