আমার মনমালীর  মণিহার
       তাই দিয়ে গড়ি তোমার কণ্ঠহার; প্রিয়তমে
      
           নিদাঘশেষে আসা প্রথমা বারিদকণা
           ভুবনজয়ী প্রণয়--প্রেমোন্মদনা
ঘুমহারা মোর রজনী সকল,ভাবে তব ভাবনা।

         আমি যে প্রণয় পিপাসী ---
            কেমনে সহি ভালবাসার যাতনা!


সখা মোর, বল না? কেমনে সহি ভালবাসার  
                       যাতনা?
                      
যাহা কিছু ছিল মোর কর
        দিয়েছি সবই তোমারই 'পর
            কেমনে দিব আর অন্য কিছু
                 তবে, কেন এই মায়াবী ছলনা!


কেমনে সহি ভালবাসার যাতনা,
        সখা মোর, বল না?
                      
                      
   ভেবে ভেবে হই আমি হারা--
         কবে যে তুমি  দিবে ধরা
         কী দিব তোমায় উপহার --
            শুধু আছে দু'ফোটা অশ্রু নীহার
            
            আমার মনমালীর মণিহার!
    তাই দিয়ে গড়ি তোমার কণ্ঠহার, প্রিয়তমে!


রচনাকাল: ০৪.১০.২০১৬ @১৭.৩০ মি:, দুবাই। কপিরাইট সংরক্ষিত।