দিবস গেল, রজনী গেল, তুমি এলে না,
এলে না গো, হে আমার প্রেয়সী সুরঞ্জনা।
নিদাঘশেষে তিমির ত্রাসে হই যে আনমনা
শিকলবদ্ধ আমি,ভাবি কেবলি তব ভাবনা।


মনের কথা বলব বলে, খুলি মনের আয়না
বিহগ মনে ছবির পানে,চেয়ে থাকি সুলগনা
অস্তাচলে সূর্য চলে, চাঁদিমা হারায় মেঘের কোলে
পর্ণকুটির হাওয়ায় দোলে,যাই কেবলি আপন ভুলে!


ছিল যে আলো নিজঘরে, হারায়ে গেল আঁধার তরে
তিমির মোরে ঘিরে ধরে, কিরণমালী দূরে সরে
মনের ব্যথা মনের 'পরে, দু:খের বোঝা অন্তরে
অবুঝ মন খোঁজে সবুজ?মরুর ধূসর প্রান্তরে!


লিখি চিঠি তোমার তরে,ভাসালুম হাওয়ার 'পরে
অনেক পথ ঘুরে ঘুরে, পৌছে যাবে তোমার করে
ভালবাসার মানুষটারে, নিও তুমি নিজের করে
সোনামুখি বদন ভরে, হেসো তুমি খুশির স্বরে।


ভালবাসার এই নিবেদন, তোমার প্রেমে হই যে মগন
দীপালির আলোকমালা, জ্বালুক মোদের সুখ-লগন
প্রেমের ওই শান্তি নীড়ে,আলাপন করব ধীরে
ফিরে পাবো দু'জনারে,আমাদের সোনার ঘরে!


রচনাকাল : ২৯.১০.২০১৬@ দুবাই।
কপিরাইট সংরক্ষিত।