নিজের ভুল গিলে ফেলছে আপনারে
ত্রুটির পর ত্রুটি; সাজানো থরে থরে
কামনা-ক্ষোভ,রাগ-জ্বালার বাসা
আমারই অন্তরে।
নিজের চলন-বলন-বাচন ভঙ্গিতেই অনবরত প্রকাশ
বাঁধভাঙা জলোচ্ছ্বাস,
ভাসায়ে নিয়ে যায়,
সংযমবিহীন প্রেমহীন যমুনায়----


ভুলে গড়া দর্পণে প্রতিফলিত হয় নিরন্তর
কজ্জলনিন্দিত ঘুটঘুটে গহীন অন্ধকার
অনন্ত চরাচরে বিরাজিত অমৃতের আধার
নিরুৎসাহ জীবনে ছোঁয়া তার,মেলে না আর


একবার নয় বারংবার
আপনই দম্ভে পতন আমার--
তোমার পাঠানো ইঙ্গিত করি অস্বীকার
অজস্রবার।


হে ত্রিকালজ্ঞ,বিশ্বের আদিনর
আর একটি বার, মম পুষ্পার্ঘ কর স্বীকার;
শাশ্বত জ্ঞানের আলোকমালার ঝরনাধারায়
পুণ্যস্নাত করগো আমায়
মনের মলিনতা ধৌত হোক নির্মল বারিধারায়
দেহস্থিত অণু পরমাণু উঠুক জেগে তব চিন্তায়
দীনের দৈন্যতা ঘুচক তোমার বদান্যতায়
প্রশান্তির পরশ লাগুক তব স্নেহ মমতায়।


রচনাকাল : ০৪.১১.২০১৬ @দুবাই।
কপিরাইট সংরক্ষিত।