আজ আর রাত হয়না তো শেষ
আঁখি বুজে অনুভবী প্রাক্তনী  আবেশ
নির্ঘুমে কাটে মোর রাত্রিকাল
পিছুপিছু ছোটে ভালবাসার কংকাল!


স্বপ্ন আমি দেখি না গো আর
কী নিঠুর! ভীষণ মনঃ প্রহার!
নির্নিমেষ নয়ন, সলিলে ছলছল
ভাষাহীন বেদনা আঁখি টলমল।


শ্মশানের চিতাকাঠ মারে উঁকিঝুঁকি
প্রেমহীন হৃদে ভালবাসার হল কাটাকুটি
সুতোকাটা চাদিয়াল যায় উড়ে দূরে
পথহারা পাখি ফেরে না গো নীড়ে!


বিষাদের ছায়া ঘেরে হৃদয় জুড়ে
হাহাকার ক্রন্দনধ্বনি অন্তঃপুরে!
চারিদিকে নিশুতির গহীন অন্ধকার
তারবিহীন গীটার তোলে না তো ঝঙ্কার।


একলা একলা বসে আছি নিরজনে
পূর্বস্মৃতি আনে যে অশ্রু নয়ন কোণে।
কত যে ভালবাসা ছিল তৃষাতুর মনে
ধূলিমাখা হল সবই প্রিয় বিসর্জনে!


রচনাকাল:১২.১১.২০১৬@দুবাই।
কপিরাইট সংরক্ষিত।