মাগো, ভাবনা না হয় ভাবলে না আর
দামাল ছেলেরা তোমার, মানবে না হার
এগিয়ে যাবে জয়ের পথে,
মৃত্যু করে আপন ভৃত্যে
চলবে সদা সত্যের সাথে
নির্ভীক প্রদীপ্ত কন্ঠে গাবে তব জয়---
যুগোত্তরণের বাণী শোনাবে নিশ্চয়।


দুমড়ে দিয়ে সকল বাঁধন
লক্ষ্যভেদের অভীষ্ট সাধন
আপন মুঠে আনবে ভুবন
আসুক না যতই কষ্ট বেদন
জীবনের সাথে আমৃত্যু লড়ে যাবে পাঞ্জা
হার মেনে চলে  যাবে অনাহুত মরুঝঞ্ঝা।


একদিন তোমার বুকে ফোটাবে আলোর ভোর
কেটে যাবে কালো অন্ধকার,স্বাগত নূতন প্রহর
দিকে দিকে উদ্ভাসিত হবে সবুজের দিগন্তবৃত্ত
শান্তির বাতায়নে দখিনা সমীরণে প্রফুল্লিত চিত্ত


গাবে মঙ্গল-গীত জন্মভূমির শুভকামনায়
আশিস করো মাগো, সন্তান তব
জাগ্রত হয় যেন,বিশ্ব-মানবতায়,
এ জীবন হারাবার নয়, বিমূঢ়তায়।


রচনাকাল: ০৩.১২.২০১৬ @ দুবাই, কপিরাইট
সংরক্ষিত।