হে নববর্ষ, এসো তুমি সকল মানবের ঘরে
নীলাকাশের বুক চিরে,পূর্ণিমার আলোয় ভরে।
তোমার প্রদীপ্ত আলোর ছোঁয়ায় জাগুক ধরা
পল্লবিত হোক নব কিশলয়, ফুল ফলে ভরা।।


যাক, যাক, যাক মুছে মনের সকল মলিনতা
জাহ্নবীর পবিত্র জলে,হোক ধরণী পুণ্য স্নাতা।
এসো হে নবনীতা, এনো শান্তিসুখের বারতা
ভুলাও, ভুলাও,ভুলাও হে, আপন সংকীর্ণতা।।


পূর্ণ ব্রহ্মে বিকশিত হোক মর্ত্যের আঙিনা
চৈতালি হাওয়ায় বাজাও তোমার অগ্নিবীণা।
জ্বালাও মঙ্গল-দীপ তোমারি অঙ্গ জুড়ে,
তব আগমনীর সুখবৃষ্টি ঝরুক সবুজ নীড়ে।।


প্রাণিত করো বিশ্ব ভুবন, মুক্ত হউক জরা
নব অরুণিমায় শুচি হোক মৃণ্ময়ী বসুন্ধরা।
এসো মোরা গাই, নূতন সুরে নবীনের গান
বিশ্বমানব সেবায় হউক সবার নিবেদিত প্রাণ।।


★ কবিতাটি কবি সৌমেন বন্দোপাধ্যায়ের উল্লেখিত কবিগুরুর অসাধারণ পঙক্তি


"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।"


থিমের উপর ভিত্তি করে "নববর্ষের আমন্ত্রণে" রচিত।