আজ কেন যেন শরীরটা ভাল নাই
বিছানায় শুয়ে আছি তাই
একা একা নিরিবিলি, কত কথাই বলে চলি
স্মৃতির পাতাগুলি ধীরে ধীরে উলটাই


কখনোবা আনন্দে, কখনো বিষাদে
নিজকে আবদ্ধ রেখেছিলুম লোহার গরাদে
সে কথা শুধাই কারে?
সবাই তো চলে গেল দূরে...
কে দেবে সাথ? দেবে দুটি হাত? আমারে


নিসঙ্গ জীবন আজও সঙ্গিনী খোঁজে
চলেছে নিরবধি...কোন সুদূর প্রান্তে
তবু কী পথচলা হবে শেষ একদিন
খুঁজে পাবে তারে,যে মোরে করেছে ঋণ?


অতীত স্মৃতির অবগাহনে চোখে আসে জল
শত চেষ্টায় মেলে না উপায়
মন বুজলেও বোঝে না হৃদয়
অরণ্যে কাঁদা কতই নিঠুর? কেবলি নিষ্ফল!!