চেয়ে থাকি সতত তোমারি চিত্রণের পানে
বাঁধিব কী বাঁধনে আপনারে তোমার সনে?
নিশুতির আঁধার কাটে না যে তোমা বিহনে
ছুটিব আর কত ঘোর অরণ্যে তোমার সন্ধানে?


শত সহস্র নক্ষত্র বিদুরিছে আলো এই গগনে
আসেনা আর আলোরকণা মোর মনের গহীনে।


নীরবে নিস্তব্ধে যায় ক্ষয়ে জীবন নদীর দু'কূল
গাহেনা প্রেমগীতি,নির্বাক রহে সদা মন বুলবুল।
চলে গেল কত বসন্ত,ফোটেনা আর ফাগুনের ফুল;
পল্লবহারা তরুমালায় আসেনা  যে মিলন-মুকুল।


একদিন তোমারি মতন হব তোমার অনুসারী
ভুবন তুমি, পাবেনা খুঁজে,দিব ভবসমুদ্র পাড়ি...
আবার তোমায় নূতন করে দেখিব সযতনে
আমার লাগিএকটু স্থান,রাখিও ওই তপোবনে!