চোখ খুলে দেখতে চেয়েছিলুম অনাবিল সবুজ মাঠ
সরল সহজ জলতরঙ্গ
খোলা আকাশ, খোলা বাতাস, ভেবেছিলুম পাবো সেথা
স্বাধীন সুচিন্তার হাট;


অলিগলি পথ ভরে যাবে হৈমন্তের সুগন্ধে
মোতিহারী শিশির জলে ভিজে যাবে
সুবিশাল চক্রবালের রেখা;
সূর্যোদয়ের পথ ঢেকে যাবে মিলনের ঐকতানে
চিরহরিৎ কচি ঘাসের শ্যামলিমায় ছেয়ে যাবে
বিস্তীর্ণ নীল দিগন্ত;


ইচ্ছে ডানাগুলি পাপড়ি মেলে, চলবে দুলে
আপন কলরবে চৈতালি হাওয়ার টানে
ভাবনা ছিল মনের কথা বলব খুলে
আপন ভোলা পথিক পেলে;


উজাড় করে দেবো তারে;
আঁধার ঘন রাতির 'পরে
অঙ্গ জুড়ে যাবে চলে চুম্বকীয় তরঙ্গ!!


আশার সে স্বপন বুনন,
মনের মাঝে জ্বালায় উনুন
তুষের আগুন পোড়ায় ধীরে
পরিযায়ী পাখিরা যে যায় না নীড়ে
জ্ঞাতি খোঁজে অজানা নদীর তীরে!!


পুরো এই জীবনকালে; খুঁজে গেলুম পথিকবর
জঙ্গল-দঙ্গল ছাড়ি, দিলুম পাড়ি কতনা সুউচ্চ পাহাড়;
সরলতার মুখোশ খুলে, পেলুম কেবল গোলাকার!
কাঙ্ক্ষিত সে দুয়োরগুলির বন্ধ হল কপাট!
কেউ দিলনা মিলন ডাক; মিলল শুধু চিচিংফাঁক!!