*
দ্যাখতে চাইলে দ্যাখবি তুই
মরা গাছেও ফলবে জুঁই!
         **
তোর মধ্যেই রয়েছে জোর
নিচের দিকে একটু মোড়!
          ***
রাত পোহালেই আসে ভোর
শিউলি ফুলেই গুনিস প্রহর!
          ****
পঞ্চাননে মেলে যে সোনা
কিসের লাইগা টাকা গোনা!
         *****
মরতে তো সবারই হয়
মরণ দ্যাইখা কিসের ভয়!!


রচনাকাল: ২৭.১২.২০১৬@ দুবাই ০১.১৫মিঃ, ©কপিরাইট সংরক্ষিত®


* পঞ্চানন = শিব/ ধর্ম
**শিউলি ফুল = সাদা বা সততার প্রতীকী
***নিচের দিকে মোড়া =তৃণসম হওয়া
****দ্যাখতে চাওয়া = নিজ তপস্যায় ব্রতী
*****জুঁই ফুল ফলা = প্রাণ সঞ্চার হওয়া/ সাধনায় সিদ্ধ লাভ