প্রণমি তোমায়, হে মহাকবি
মন-মন্দিরে নিতুই দেখিনু তোমার ছবি
সৌম্য কান্তিতে অঙ্গন মোর, ভরিছে রবি
আলোর কণায় বিচ্ছুরিত তোমারি প্রতিচ্ছবি।


ব্যাপ্ত তুমি অনন্ত চরাচর
সর্বশক্তিধর; জগতের আদিনর;
কখনো বা সাকার, কখনো নিরাকার
প্রতিভাত নিরন্তর; হে চিরসুন্দর...


গাহিছে মোর অন্তর
তোমারি প্রেরিত বাণী...
অক্ষয়, অব্যয়, শাশ্বত প্রণব-ধ্বনি;
কর্ণগুহে অমৃত-সুধা দিল যে আনি...


চাহিনা আর কিছু দয়াময়,
হৃদয় জুড়ে দাও গো প্রণয়...
যতদিন বাঁচিব এ মৃণ্ময়ী বসুন্ধরার বুকে,
পারি যেন সেবিতে তোমার সন্তানদিগকে।


তোমার আশিস ভরে, দাওনা পূর্ণ করে
মানবসেবার তরে --- মোর এই প্রার্থনা;
ব্যর্থ তুমি করোনা কভু, ও হে জগতপ্রভু
হিয়ার মাঝে সতত বাজাও তোমার বীণা।