এই যে দিদি, শুনছ?
আর ক'টাদিন তোমার বাকি? গুনছ?তুমি গুনছ?
খানাপিনা অনেক হলো, ঢেঁকুর শুধু তুলছ!


বাদ্যবাদন ! নাচনকোঁদন ! নষ্ট হলো দেশ...
টুপীর লোভে দিচ্ছো ধুনা , তা বেশ! তা বেশ!
ধুলাগড়ে পুড়ল বাড়ি, তাই কি খুশির রেশ!!
তোমার টুপী ধরলে টেনে, করবে কী শেষমেশ!!


চোখের ঠুলি নামায়ে যদি, দেখতে তুমি পেতে
ভূমিপুত্র রক্ষা পেতো , ব্যর্থ হত ছোবল দিতে কেউটে ...


ভাবছি আমি; মিছে মিছে তোমায় কেন বলা
খেলছো তুমি মারণ খেলা, বুঝবে শেষের বেলা!!
ধুত্তুরি ছাই! ভুলেই গেছি, তুমি যে বোবা-কালা
চুপটি করে কুলুপ মুখে, দিচ্ছো শুধু ঠ্যালা!!


এই যে দিদি, শুনছ?
অক্টোপাসী ফন্দিফাঁসের জালটা তো বেশ বুনছ...
গদির লোভে মত্ত হয়ে, মানুষ তুমি ভুলছ?!!
ছি! ছি! লজ্জা তোমার আছে না কি!!!
শেষের খাতা রইল বাকী, পড়ল ধরা তোমার  ফাঁকি!!
আসল নকল ভুলে গেলে,জীবন নদে নেই পানি
ইচ্ছে তোমার ভালোই আছে, চাচ্ছো হতে রাণী!!