সেদিন খুশি হয়েছিলুম
খুশি হয়েছিলুম অনেক...
চৈত্রমাসের ঠাঁঠাঁ রোদ্দুরে
মাঠ করছিল খাঁখাঁ...


পাকারাস্তার পাশেই ওই যে
বটগাছটা ছিল, ওর নীচে...
জিরিয়ে নিয়েছিলুম খানিকক্ষণ;


কানের মধ্যে ভেসে আসছিল--- দূর হতে;
গ্রামোফোন কম্পানীর সারমেয় মার্কা
রেকর্ড বাজছিল বোধহয়;
শুনতে পাচ্ছিলুম তোমাদের কবিগুরুর গান...


গানের সুর আনেনি আমার খুশির ঢেউ...
পেটের জ্বালা মিটিয়েছিলুম
একথালা পান্তাভাত দিয়ে,
সঙ্গে ছিল চার চারটে ধানি কাঁচামরিচ*
আরো ছিল এক চিমটে মোটা নুন!!!


কী তৃপ্তি করেই খেলুম সেদিন...
পেটের রাক্ষসটা শান্ত হলে
কী খুশিই না হয় দেহ-মন
ভুলেই গেছিলুম অনেকদিন!!!
--------+++++++----++++--+-++++++-
* মরিচ-লংকা


রচনাকাল:৩০.১২.২০১৬: ০২::০০ মি. @দুবাই।
©কপিরাইট সংরক্ষিত®